Home » শাসক দলের রাজ্য স্তরীয় বুথ স্বশক্তি করন সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে আজ খোয়াই জেলা সফর করলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

শাসক দলের রাজ্য স্তরীয় বুথ স্বশক্তি করন সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে আজ খোয়াই জেলা সফর করলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

by admin

খোয়াই প্রতিনিধি:-
শাসক দলের রাজ্য স্তরীয় বুথ স্বশক্তি করন সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে আজ খোয়াই জেলা সফর করলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিন খোয়াই এর একটি বেসরকারি হোটেলে সভাপতির পুরোহিত্বে আয়োজিত হয় এক সাংগঠনিক বৈঠক। উক্ত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী , মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা খোয়াই জেলার বুথ সশক্তি করণ কার্যক্রমের কো কনভেনার সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব।
বেলা চারটায় প্রদীপ প্রজ্জ্বলন করে বৈঠকের উদ্বোধন করেন প্রদেশ সভাপতি, বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল, জেলা এবং রাজ্য কমিটির সদস্য সদস্যরা , বিভিন্ন মোর্চা কমিটির সভাপতিগন, পূর্ণাঙ্গ মন্ডল কমিটি, শক্তি প্রমুখ এবং বুথ সভাপতি গন সহ খোয়াই বিধানসভার অন্তর্গত প্রধান উপ প্রধান এবং পৌর পরিষদের নির্বাচিত সদস্য সদস্যগণ। মোট ১৪৯ প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করেন। গত নির্বাচনে পরাজয় বিশ্লেষণ সহ সাংগঠনিক অবস্থান এবং আগামী দিনের সংগঠন কিভাবে শ্রী বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে মাননীয় প্রদেশ সভাপতি দলীয় কার্যকর্তাদের নির্দেশ দেন। খোয়াই মন্ডলের বুথ স্বশক্তি করনের জন্য প্রদেশ থেকে দায়িত্বপ্রাপ্ত দীপক মজুমদার সমেত জেলা সভাপতি বিস্তৃত বক্তব্য রাখেন। পাশাপাশি মানুষের সাথে থেকে মানুষের সমস্যা সমাধানে এবং কেন্দ্রও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে যেন সুচারুভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেও নেতৃত্বরা গুরুত্ব আরোপ করেন। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক পরিকাঠামো সাজিয়ে তোলা হবে বলে নেতৃত্বরা আলোচনায় মতামত ব্যক্ত করেন। আজকের এই বৈঠকের সভাপতিত্ব করেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার।

You may also like

Leave a Comment