প্রতিনিধি মোহনপুর:-বিজেপি দলের বোথ স্বশক্তিকরণ কর্মসূচিকে সফল রূপ দিতে বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কামালঘাট স্হিত দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সোমবার। এই প্রস্তুতি সভাতে কর্মসূচিকে সফল রূপ দেওয়ার চূড়ান্ত রূপরেখা তৈরি হয়।
২০২৩ বিধানসভা নির্বাচনে বামুটিয়া বিধানসভার দলের পরাজয়ের পর দলকে ঢেলে সজাতে উদ্যোগ নিয়েছে নেতৃত্ব। ইতিমধ্যে বামুটিয়া বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য কমিটির সদস্য বলাই গোস্বামীকে। তিমি দায়িত্বভার গ্রহণ করার পর নিয়মিত বামুটিয়া বিধানসভা এলাকায় মন্ডল কমিটি এবং শাখা সংগঠনগুলোর সাথে সভা করছেন। সোমবার কামালঘাটের এই সভাতেও উপস্থিত ছিলেন তিনি। মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধানসভা এলাকায় পুনরায় ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি দল। সোমবার কামালঘাট ছিল দলীয় কার্যালয় বোধ সবষ্স্বতীকরণ কর্মসূচিকে সফল রূপ দিতে সংগঠনের নেতৃত্বদের সাথে খোলামেলা আলোচনা করেন বলাই গোস্বামী। এছাড়াও মন্ডল সভাপতি বিজু পাল সংগঠনকে আরো মজবুত করতে এবং বুধ স্বস্তিকরণ কর্মসূচি কে সফল করতে আলোচনা করেন।
কামাল ঘাটে বিজেপির ভুথ শ্বশক্তি করন কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়
116
previous post