Home » কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুরক্ষিত খোয়াই এর জনতার রায়

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুরক্ষিত খোয়াই এর জনতার রায়

by admin

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সুরক্ষিত খোয়াই এর জনতার রায়। খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র ২৪ রামচন্দ্র ঘাট, 25 খোয়াই বিধানসভা, এবং 26 আশারামবাড়ী বিধানসভা কেন্দ্র রয়েছে। এই তিনটি কেন্দ্রের জনতার মত দান ইভিএম এ তালাবন্দী হয়ে খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে সুরক্ষিত রয়েছে। ইভিএম প্রহরায় নিয়োজিত রয়েছে আধা সামরিক বাহিনী। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও দফায় দফায় ইভিএম মেশিন প্রহরা দিয়ে যাচ্ছে। দোসরা মার্চ হবে ভোট গণনার প্রক্রিয়া। এর পূর্বে ভোট গণনা সহ আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে শুক্রবার খোয়াই জেলা সদর সফর করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্তে, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এই দিন খোয়াই জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে ডিএম সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে নির্বাচনের ভোট গণনা এবং পরবর্তী সময়ে নির্বাচনউত্তর সন্ত্রাস রুখতে কঠোর পদক্ষেপ যাতে গ্রহণ করে সে নির্দেশিকা জারি করেন। পাশাপাশি মোক্ষ নির্বাচন আধিকারিক কিরন গিতে সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান রাখেন ভোট গণনার পর ধৈর্য এবং সংযম সহকারে সকল রাজনৈতিক দলগুলো নিজেরা আনন্দ উল্লাস করে এবং কোন পথচারি এবং নাগরিকদের কোন সম্মানহানি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment