যাত্রীবাহী অটো উল্টে গিয়ে দুই শিশুসহ আহত চারজন। ঘটনা শনিবার দুপুরে খোয়াই থানাধিন সোনাতলা বাজার এলাকায়। আহতরা হলেন লক্ষ্মী তাঁতি,(36) ওনার দুই শিশু সন্তান আদিত্য তাঁতি(8) প্রিয়াংশি তাঁতি(6) এবং পথচারী দ্বিজেন্দ্র তাঁতি(45)। মহিলা সহ দুই শিশু সন্তানের বাড়ি খোয়াই মহাকুমার শান্তিনগর গারো বাড়ি এলাকায় এবং দ্বিজেন্দ্র তাঁতীর বাড়ি সোনাতলা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় যে, শনিবার বেলা দেড়টা নাগাদ খোয়াই হইতে চেবরী যাওয়ার পথে একটি যাত্রীবাহী অটো সোনাতলা বাজারে পথচারী দ্বিজেন্দ্র তাঁতিকে সজোড়ে ধাক্কা দেয় তৎসঙ্গে অটো টি প্রধান সড়কে উল্টে যায়। উক্ত ঘটনায় পথচারী সহ চার জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে লক্ষ্মী তাঁতি এবং দ্বিজেন্দ্র তাঁতির অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই শিশুর প্রাথমিক চিকিৎসার পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর অটো চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা গ্রস্ত অটোটিকে আটক করে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় সোনাতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
102