প্রতিনিধি , উদয়পুর :-
বুধবার দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ উদয়পুর পৌর পরিষদের ২১ নং ওয়ার্ডের সোনামুড়া চৌমুহনী এলাকার বাসিন্দা বয়স পঞ্চাশের আবুল হুসেনের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি বসতঘর সহ একটি রান্নাঘর। জানা যায় , এলাকাবাসীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আবুলের বাড়িতে ছুটে যায় আগুন নেভানোর জন্য । কিন্তু বায়ুর গতি বেশি থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে অন্যান্য বসত ঘরে । পরে খবর দেওয়া হয় উদয়পুর দমকল দপ্তরে । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিলো যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে অনেকটাই সমস্যা পড়তে হয় দমকল কর্মীদের । পরে দমকলের আরো একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য । পরে দমকলের দুটি ইঞ্জিন ও এলাকাবাসীদের সহযোগিতায় আবুলের বাড়ির টিনের বাউন্ডারি ভেঙ্গে দমকল কর্মীরা বাড়িতে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে দীর্ঘ দুই ঘন্টার চেষ্টায় । অগ্নিকাণ্ডে ৪ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । সোনামুড়া চৌমুহনী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধা কিশোরপুর থানার পুলিশ । পুলিশ ও এলাকার ওয়ার্ড কাউন্সিলার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকার উপরে । এলাকাবাসী ও দমকল বাহিনীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর মান্নান মিঞা । কিভাবে এদিন দুপুরে এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্ত করার জন্য পুলিশ ইতিমধ্যেই তার প্রাথমিক তদন্ত শুরু করেছে । গোটা অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে উদয়পুর সোনামুড়া চৌহমুনী এলাকা জুড়ে ।