প্রতিনিধি কমলাসাগর ২৫ জানুয়ারি :-
মতিনগর মোঃ মতি মিয়ার বাড়িতে এলাকাবাসীর হাতে আটক ছয়জন রোহিঙ্গা, তুলে দেওয়া হয় রায়মুড়া BSF ও CISF হাতে বুধবার সকাল ১০ঃ৩০ মিনিটে, বিগত চারদিন যাবৎ মতিনগর ফুলতলী পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড সিপিএমের একনিষ্ঠ কর্মী মোঃ মতি মিয়ার বাড়িতে দীর্ঘ চার দিন যাবৎ ছয়জন রোহিঙ্গা বসবাস করছে খবর পেয়ে সিপাহীজলা জেলা মাইনরিটি মোর্চার সভাপতি ও এলাকাবাসী খবর দেয় রায়মুড়া ক্যাম্পে, খবর পেয়ে BSF ও CISF ঘটনাস্থলে ছুটে আসে মোঃ মতি মিয়ার বাড়ি থেকে ছয়জন রোহিঙ্গাকে আটক করে আমতলী থানায় নিয়ে যান, ঘটনার আচ পেয়ে বাড়ির মালিক মোঃ মতি মিয়া সহ পরিবারের সমস্ত সদস্যরা পালিয়ে যায়, মতিনগর মোঃ মতি মিয়ার বাড়িতে রোহিঙ্গা আটকের খবর ছড়িয়ে পড়তেই এই নির্বাচনের প্রাক মুহূর্তে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। রাজ্যে ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রোহিঙ্গা আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় সিপিএম কর্মীর বাড়িতে কমলাসাগর বিধানসভা স্থিত সীমান্ত এলাকা দিয়ে মতিনগর এলাকা প্রবেশ করে ছয় জন রোহিঙ্গা। স্থানীয় সূত্রে জানা যায় মতিনগর এলাকা দিয়ে একাংশ যুবক পাচার চক্রের সাথে জড়িত। আর সেই পাচার চক্রের মারফতে মঙ্গলবার গভীর রাতে রোহিঙ্গার দল সীমান্ত এলাকা দিয়ে মতিনগর প্রবেশ করে সেই এলাকায় রাত্রে যাপন করে রোহিঙ্গার দল।এদিকে নির্বাচনী প্রাক মুহূর্তে রোহিঙ্গার প্রবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। তবে একাংশ লোক আলোচনা করছেন সিপিএম কর্মীর বাড়িতে কেন রেখেছে তা কি নির্বাচনে কাজে ব্যবহার করা হবে তা নিয়ে এক প্রকার গুঞ্জন চলছে। বুধবার সকালে এলাকার স্থানীয়রা রোহিঙ্গার খবর জানতে পেয়ে আমতলী থানার পুলিশদের খবর দিলে। ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশসহ কেন্দ্রীয় পুলিশ বাহিনী একদল। ঘটনাস্থল থেকে রোহিঙ্গাদের আটক করে নিয়ে আসে আমতলী থানায়। জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা জানতে পারে পুলিশ। তারা হলো এমডি হামিদ, এম ডি ইসুফ, রফিক আলম এমডি হানিফ. সুদাম হুসেন, রোহিঙ্গাদের মেডিকেল চেকআপের জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নির্বাচনে প্রাক মুহূর্তে সিপিএম কর্মীর বাড়িতে রোহিঙ্গা আটক তা নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।