প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প প্রকল্প খতিয়ে দেখতে খোয়াই জেলা সফরে আসেন কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় তমন্টা। আজ সকাল দশটা নাগাদ খোয়াইতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রথমে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে রিভিউ বৈঠকে শামিল হন তিনি । এই বৈঠকে খোয়াই জেলার স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ,জলজীবন মিশন সহ একাধিক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই দিনের এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, কৃষি,হটিকালচার, স্বাস্থ্য দপ্তর সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এদিন পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ব্লক লেভেলে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলো সরোজমিনে প্রত্যক্ষ করেন। পরিশেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে বিকশিত ভারত গঠনে যে সংকল্প নেওয়া হয়েছে তার সঠিক বাস্তবায়ন কতটুকু হয়েছে তা প্রত্যক্ষ করার জন্য তিনি উত্তর পূর্বাঞ্চল সফর করছেন। আজ খোয়াই জেলা কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক থেকে যেখানে যেখানে দুর্বলতা রয়েছে সেগুলিকে কাটিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়িত করার পক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি।
খোয়াই জেলা সফরে আসেন কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী অজয় তমন্টা
by admin
written by admin
176