Home » মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন গোমতী জেলা ওবিসি মোর্চা

মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন গোমতী জেলা ওবিসি মোর্চা

by admin

প্রতিনিধি, উদয়পুর :- গোমতী জেলা বিজেপি ওবিসি মোর্চার উদ্যোগে শুক্রবার বিকেল পাঁচটায় এক সাংবাদিক সম্মেলন করা হয়, উদয়পুর ব্রম্মাবাড়ী বিজেপি দলীয় অফিসে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , ওবিসি মোর্চার গোমতি জেলা সভাপতি বিপুল কর্মকার , ওবিসি মোর্চার প্রদেশের জেলা প্রভারী জগদীশ পাল ও বিজেপি অফিস সম্পাদক ত্রিদিব আচার্যি সহ প্রমূখ । সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সংবিধানকে তোয়াক্কা না করে ওবিসি সার্টিফিকেট দিয়েছেন অবৈধভাবে তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের একনায়কতন্ত্র যেভাবে চালিয়েছে মমতা ব্যানার্জি তার এক প্রকার যবনিকা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানান গোমতী জেলা ওবিসি মোর্চার নেতৃত্ব। । পাশাপাশি মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ শানান নেতৃত্ব ।‌ দেশের সুপ্রিম কোর্টে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার দারস্থ হবে ওবিসির সার্টিফিকেট বহাল থাকার জন্য। এনিয়ে বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু সুপ্রিম কোর্টে তা খারিজ করে দেবে বলে আশা ব্যক্ত করেন গোমতী জেলা ওবিসি নেতৃত্বরা ।

You may also like

Leave a Comment