Home » দুঃসময়ে অসহায় ধনঞ্জয় ত্রিপুরার পাশে দাঁড়ালো শান্তির বাজার বিজেপি আইপিএফটি নেতৃত্ব।

দুঃসময়ে অসহায় ধনঞ্জয় ত্রিপুরার পাশে দাঁড়ালো শান্তির বাজার বিজেপি আইপিএফটি নেতৃত্ব।

by admin

 শান্তিরবাজার প্রতিনিধ : ঘটনার বিবরণে জানা যায় ধনঞ্জয় ত্রিপুরা নামে এক যুবক গত গত ২৯ এপ্রি বহিরাজ্যে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হয়ে পরেন আর্থিকভাবে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করার লক্ষ্যে। নিখোঁজ ধনঞ্জয় ত্রিপুরার বাড়ি শান্তির বাজার মহকুমা অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজের নবকুমার ত্রিপুরা তৈইলাই পাড়ায়। বহু খোঁজাখুঁজির পরে পরিবারের লোকজন নিখোঁজ ধনঞ্জয় ত্রিপুরার কোন সন্ধান না পেয়ে অবশেষে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগের পাশাপাশি এবং এলাকার বিজেপি নেতৃত্ব রাম বাবু রিয়াং আইপিএফটি নেতৃত্ব মানিক ত্রিপুরা দারাস্তা হন। এরপরে শান্তির বাজার থানার ওসি এবংসাব ইন্সপেক্টর কানু দেবনাথ এবং বিজেপি আইপিএফটি নেতৃত্ব সহযোগিতায় ঘরে ফিরে আসেন নিখোঁজ ধনঞ্জয় ত্রিপুরা গত ১৯ই মে। নিখোঁজ ধনঞ্জয় ত্রিপুরা ঘরে ফিরে এসে শারীরিক অসুস্থতার জন্য কোন কাজকর্ম করতে পারছেন না । বর্তমানে ওনার স্ত্রী এবং দুই শিশু সন্তান রয়েছে। তাই এই অসহায় ধনঞ্জয় ত্রিপুরার এই দুঃসময়ে পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটি সদস্য রামবাবু রিয়াং, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা, বিজেপি শান্তির বাজার মন্ডল কমিটির সহ-সভাপতি রামেশ রিয়াং, আইপিএফটি শান্তিরবাজার ডিভিশনাল কমিটির সদস্য কর্ণ মুড়াসিং সহ অন্যান্য। অসহায় ধনঞ্জয় ত্রিপুরার এই দুঃসময়ে বিজেপি আইপিএফটি নেতৃত্ব মানিক ত্রিপুরা এবং রাম বাবু রিয়াং রমেশ রিয়াং এরএই ধরনের অভাবনীয় উদ্যোগ দেখে খুশি ধনঞ্জয় ত্রিপুরার পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment