Home বিনোদন ২ই জুন থেকে শুরু হচ্ছে কৈলাসহর বই মেলা

২ই জুন থেকে শুরু হচ্ছে কৈলাসহর বই মেলা

by admin
0 comment 62 views

প্রতিনিধি কৈলাসহর:-আগামী ১২ই জুন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজ সায়েন্স বিল্ডিংএ শুরু হতে যাচ্ছে ষোড়শ কৈলাসহর বই মেলা।চলবে ১৬ই জুন অব্দি।প্রায় ৫ বছর পর মননের উৎসব বই মেলা শুরু হচ্ছে।এনিয়ে অত্যন্ত খুশি সংস্কৃতির শহর কৈলাসহর।বই মেলা কে কেন্দ্র করে আজ ডিএম সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক ও সমাহর্তা ডিকে চাকমা, মহকুমা শাসক প্রদীপ সরকার,জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,এগ্ৰি সুপারিনটেনডেন্ট পরাগ রায় চৌধুরী,প্রেস ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী,তথ্য সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা বিশ্বজিৎ দেব,ডঃ সন্দীপন ভট্টাচার্য,বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকবৃন্দ এবং অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এবং ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন।এই বই মেলায় রাজ্যের প্রায় ৩৫টি বই এর স্টল থাকবে।প্রতি সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন প্রদর্শনী থাকবে এই মেলায়।

Related Post

Leave a Comment