প্রতিনিধি, গন্ডাছড়া ২৩ ডিসেম্বর,, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সমতলের সাথে পাহাড়েও সমান তালে চলছে দলীয় প্রচার কর্মসূচি। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন জায়গায় যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাইমাভ্যালীতে আরো একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন রাইমাভ্যালী মন্ডলের ৪৩ নং বুথ কমিটির উদ্যোগে রামনগরে অনুষ্ঠিত যোগদান সভায় তিপ্রা মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে ২৮ পরিবারের ৬৫ ভোটার বিজেপি দলে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডলের যুব মোর্চা সভাপতি সজল মল্লিক প্রমুখরা। সেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের যোগদান সভাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
156
previous post