প্রতিনিধি , উদয়পুর :-
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাসের নেতৃত্বে প্রতিদিন চলছে বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠক । রবিবার বিকেলে ভারতীয় জনতা পার্টি আরকেপুর মন্ডলের উদ্যোগে ছাতারিয়া পঞ্চায়েতের ১৫ নং বুথে বুথ কমিটি , বিভিন্ন পৃষ্ঠা প্রমুখগণ , বুথ এলাকার মোর্চার মন্ডলের জেলা কমিটির প্রতিনিধিগণ থেকে শুরু করে সকলকে নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় । সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রবীর দাস বলেন , স্বচ্ছতার ভিত্তিতে দলের উর্ধ্বে উঠে চাকরি প্রদান, কিষান সম্মান নিধি ,প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান, পাকা শৌচালয় প্রদান , অটল জলধারার কানেকশন , উজ্জ্বলা গ্যাস ও সৌভাগ্য যোজনার সুযোগ প্রদান । এছাড়া ২০০০ টাকা করে ৫০০ জনকে ভাতা প্রদান করা হয় । পঞ্চায়েত বা পৌর পরিষদের মধ্যে সঠিক বেনিফিসারীদের মধ্যে সুযোগ প্রদান করা হয়েছে । এই বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৭৮ টি স্ব সহায়ক দল গঠন করে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে । কৃষি ,পর্যটন ও পরিবহন ক্ষেত্রে ত্রিপুরাতে যুগান্তকারী উন্নয়ন সম্ভব হয়েছে । শালগড়াতে বাজার শেড ও কোল্ড স্টোর নির্মাণ করা হয়েছে । গকুলপুর এবং খিলপাড়াতে দুটি এগ্রি মার্কেট তৈরি করা হয়েছে । এই মন্ডলে আরো পাঁচটি শেড তৈরি করার পরিকল্পনা গৃহীত হয়েছে বলে এই মন্ডল সভাপতি তার বক্তব্য তুলে ধরেন । তিনি বলেন রাধাকিশোরপুর মন্ডলের উন্নয়নের বাস্তব চিত্র এই বিধানসভা কেন্দ্রের ছাতারিয়া এলাকায় সমস্ত ভোটারদের কাছে যেতে হবে এবং তাদের সামনে সেচিত্র তুলে ধরতে হবে । এদিনের সংগঠনিক সভায় এছাড়া উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্রের ইনচার্জ কাকন মিঞা , টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস , এলাকার বিশিষ্ট নাগরিক জামশেদ আলী সহ প্রমূখ ।