Home » বিজেপির সিপাহীজলা (উত্তর) জেলা কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় চড়িলামে

বিজেপির সিপাহীজলা (উত্তর) জেলা কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় চড়িলামে

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৪ মে ।। বিজেপির সিপাহীজলা (উত্তর) জেলার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার চড়িলাম অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। প্রদীপ প্রজ্বলন করে বৈঠকের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মঞ্চে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অন্তরা সরকার দেব, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ প্রমুখ। বৈঠকে সাংগঠনিক জেলার জেলা কমিটির সকল সদস্য, পাঁচটি মন্ডলের সভাপতি সাধারণ সম্পাদক, মোর্চার জেলা সভাপতি সাধারণ সম্পাদক অংশ নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সংবাদিকদের জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্ণ হয়েছে। এই নয় বছরে দেশ এবং রাজ্যের জন্য মোদিজীর জনমুখী প্রকল্প গুলো এক মাস ব্যাপি প্রচার করা হবে। আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর্তারা জনসম্পর্ক অভিযানে অংশ নেবে। জনতার কাছে নয় বছরে গৃহীত প্রকল্প গুলো তুলে ধরা হবে। কার্যক্রম সফল করতে প্রদেশ কার্যকারিনী বৈঠক হয়েছে। এবার জেলা কার্যকারনী বৈঠক হচ্ছে। এরপর হবে মন্ডল কার্যকারনী বৈঠক। এরপর ৩০ মে থেকে বুথে বুথে ঝাঁপিয়ে পড়বে কার্যকর্তারা। জনসম্পর্কের মাধ্যমে জনভিত মজবুত করে চব্বিশে রাজ্যের দু’টি লোকসভা আসনে জয় সুনিশ্চিত করা হবে।

You may also like

Leave a Comment