Home » বিপ্লব দেবের সফরে আরও চাঙ্গা হবে ঊনকোটি জেলা

বিপ্লব দেবের সফরে আরও চাঙ্গা হবে ঊনকোটি জেলা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব আজ রোববার বিকেলে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরে এসে দলীয় অফিসে এক সাংগঠনিক বৈঠক করেন।এই সাংগঠনিক বৈঠকে বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ,কৈলাসহরের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস,প্রাক্তন বিধায়ক মবস্বর আলী সহ অন্যান্যরা।সাংগঠনিক এই বৈঠকে ঊনকোটি জেলার অধীনে থাকা ৫টি বিধানসভার মন্ডল সভাপতি,বিভিন্ন মোরচার জেলা পদাধিকারী ও দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন। কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কমিটির অফিসে বিপ্লব কুমার দেব প্রায় এক ঘন্টা সময় বৈঠক করে আগরতলায় চলে যান। বৈঠক শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব জানান যে, মূলত ২০২৩ সালে দ্বিতীয় বারের মতো বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর ঊনকোটি জেলার দলীয় কার্যকর্তাদের সাথে দেখা হয়নি এবং ঠিক ভাবে কথাও হয়নি।তাই দলীয় কার্যকর্তা দের সাথে সৌজন্যমুলক সাক্ষাৎ করতে আসেন। তাছাড়া আগামী দিনে প্রতিটি এলাকায় প্রতিটি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ অভিযান করা হবে।সে বিষয়ে বিস্তৃত ভাবে আলোচনা করেন এবং আগামী দিনে দলের কি কি রূপরেখা তৈরি করা হবে তা নিয়েও দলীয় কার্যকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। তাছাড়া গতকাল রাতে সাড়ে দশটা নাগাদ কৈলাসহরে ঊনকোটি জেলা কমিটির যুব মোর্চার সভাপতি অরুপ ধর কি কারনে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে বিপ্লব কুমার দেব জানান যে,উনি জেলা কমিটির সভাপতি আক্রান্ত হয়েছেন সেব্যাপারে কিছুই জানেন না বলে স্পষ্ট ভাবেই বলেন।তবে আজ বিপ্লব কুমার দেবের এই সফর আগামীদিনে দলীয় কর্মীদের মধ্যে ইতিবাচক ভূমিকা নেবে বলেই আশাবাদী সকলে।

You may also like

Leave a Comment