প্রতিনিধি , উদয়পুর :-
২০২৩ সালের বিধানসভা নির্বাচন এখনো প্রায় অনেকটা দেরি। কিন্তু তার আগেই নির্বাচনে প্রচারসজ্জা নষ্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে । শনিবার সকালে বাগমা বিধানসভা কেন্দ্রের ২২ নং বুথে কালি টিলা গ্রামে বিজেপির প্রচারসজ্জা নষ্ট করে দেয় রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা। একটি সবজি দোকানের বাইরে ওয়াল রাইটিং করা হয়। কিন্তু কে বা কারা শাসকদলের এই ওয়াল রাইটিং ছিড়ে নষ্ট করে দেয় । সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ও নষ্ট করা হয়েছে। এই ঘটনা শনিবার সকালে দেখতে পেয়ে শাসকদলের বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় । বুথ সভাপতি নির্মল চক্রবর্তী অভিযোগ তোলেন শাসক দলের প্রচার সজ্জা নষ্টের পেছনে বিরোধীদল সিপিআইএম ও কংগ্রেসের মদত থাকতে পারে । গোটা ঘটনাকে ঘিরে রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান বুথ সভাপতি । শাসক দলের প্রচারসজ্জা নষ্ট ফলে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে ।