
প্রতি বারের মতো ২৪ ডিসেম্বর রাতে গির্জায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চে গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়াও। হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও।প্রতি বছরই বড়দিন উপলক্ষে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অন্যান্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা যায়। এ বার তিনি উপস্থিত হন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা— ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। গতবারও তিনি সেখানে যান। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। জিশুর মূর্তিতে ফুল দেন মমতা এবং অভিষেক দু’জনেই। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন তাঁরা। তার পর ১১টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।