প্রতিনিধি কৈলাসহর:-জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান নিয়ে আজ ২৩শে অক্টোবর আর জিএম হাসপাতালে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেসকা কর্মসূচির ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ড:অয়ন রায় এবং সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ডঃ পাপিয়া রুদ্রপাল। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের অঙ্গ হিসেবে ২৪ শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর অব্দি শূন্য থেকে নয় বছর বয়সের শিশুদের রোগ মুক্ত রাখার লক্ষ্যে শহর এবং গ্রামীণ এলাকার প্রতিটি বিদ্যালয়,অঙ্গনওয়াড়ি সেন্টার,নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি স্থানে ০-১৯ বছরের শিশুদের যথাযথ বিকাশ এবং সম্পূর্ণভাবে রোগ মুক্ত রাখার লক্ষ্যে স্বাস্থ্য সম্পর্কিত সুপরামর্শ এবং ঔষধ খাওয়ানো হবে।বক্তব্য রাখতে গিয়ে ডক্টর অয়ন রায় জানান টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি,আয়রন ও ফলিক এসিড পরিপূরক, মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতা,এইচ বি এন সি এবং এইচবি ওয়াইসি, ভিটামিন এ পরিপূরক,পোষন অভিযান,কৃমিনাশক কর্মসূচি,হাম-রুবেলা কর্মসূচি,এএফপি নজরদারি, কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ,নিমোনিয়া সংক্রান্ত সমস্যার সনাক্তকরণ, আইডিসিএফ কর্মসূচির মধ্য দিয়ে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের ওআরএস ও জিংক ঔষধ এবং এনসিডি স্ক্রিনিং কর্মসূচির মধ্য দিয়ে ৩০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার সহ অন্যান্য রোগের সনাক্তকরণ করা হবে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৭.০ এর সফল বাস্তবায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের অঙ্গীকারে ২৪শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর অব্দি চলতে থাকা এই কর্মসূচিতে শিশুদের রোগ মুক্ত রাখতে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে এই সাংবাদিক সম্মেলন থেকে।প্রসঙ্গত উল্লেখ্য যে,মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযানের ষষ্ঠ পর্যায় সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং রাজ্যের মধ্যে ঊনকোটি জেলা সর্বোচ্চ স্থানে রয়েছে।২৪শে অক্টোবর রাজ্য ভিত্তিক এই কর্মসূচির শুভ সূচনা করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিকে সম্মানিত করা হবে বলে জানা যায়।
মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের জেলাভিত্তিক অনুষ্ঠান কুমারঘাটে
by admin
written by admin
25
previous post