প্রতিনিধি শান্তির বাজার : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৃতি সিং দেব বর্মনের সমর্থনে সড়ক প্রচারে শেষ দিনে বিজেপি জোলাই বাড়ি মন্ডলের উদ্যোগ কর্মী সমর্থকদের নিয়ে জোলাই বাড়ি বাজারে মন্ত্রীর নেতৃত্বে মহা মিছিল সংঘটিত হয়। বিজেপি আইপিএফটি তিপ্রা মথা্র মাথার মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মনের সমর্থনে এই মহা মিছিল জোলাই বাড়ি বিজেপি মন্ডল কার্যালয় থেকে শুরু হয় বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে বাজার সভায় মিলিত হয়। এই মহা মিছিলে নেতৃত্ব দিয়ে কর্মীদের সঙ্গে পায়ে পা মেলালেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়কথা মন্ত্রী শুক্লাচরণ চরণ নোয়াতিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি জোলাইবাড়ি মন্ডল সভাপতি অজয় রিয়াং, দক্ষিণ জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা জোলাই বাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আলোচনা করতে গিয়ে বলেন পাহাড় সমতলে এখন চলছে মোদী হাওয়া । এই নরেন্দ্র মোদি হাওয়াতে লোকসভা নির্বাচনের পরে বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না বাম এবং কংগ্রেসকে। পাশাপাশি শ্রী মন্ত্রী আরো বলেন কথা দিয়েছি উন্নয়নের কথা রাখবো জনগণের জোলাই বাড়ি বাসির দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ করবে বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মথার্ এই জোট সরকার। বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন পাহাড় এবং সমতলের সমপরিমাণে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উন্নয়নের গ্যারান্টিকে বাস্তবায়ন করতে আমরা এই রাজ্য থেকে দুটি পদ্মফুল উপহার দেব কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে আগামী ২৬ শে এপ্রিল পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন কৃতি সিং দেববর্মাকে এই আশা রাখছি গণদেবতাদের কাছে। জোলাই বাড়িতে বিধানসভা কেন্দ্রে আজকের এই নির্বাচনী মহা মিছিল কে কেন্দ্র করে বিজেপি আইপিএফটি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
মন্ত্রীর নেতৃত্বে সড়ক প্রচারের শেষ লগ্নে জোলাই বাড়িতে গেরুয়া ঝড়ে কম্পিত জনপদ।
by admin
written by admin
118