Home » আরকেপুর যুব মোর্চার উদ্যোগে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান

আরকেপুর যুব মোর্চার উদ্যোগে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে শাসক দল বিজেপি নিজেদের সাংগঠনিক বৈঠক এবং এলাকাভিত্তিক শক্তি বাড়াতে প্রচার শুরু করে দিয়েছে । শুক্রবার সকালে ৩১ আর কে পুর মন্ডলের যুব মোর্চার উদ্যোগে ছনবন শক্তি কেন্দ্র তথা ২২ নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের নামে যুব মোর্চার কর্মীরা। এই দিনের জন সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন যুব মোর্চার মন্ডল সভাপতি রাকেশ শীল , সাধারণ সম্পাদক রতন ঘোষ , ছনবন শক্তি কেন্দ্রের ইনচার্জ অর্জুন সাহা সহ প্রমূখ । জন সম্পর্ক অভিযানে বের হয়ে আরকেপুর মণ্ডলের যুব মোর্চার নেতৃত্বরা এলাকার নাগরিকদের কাছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নানা সুযোগ সুবিধার প্রচার তুলে ধরেন । একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের কাজকর্ম খতিয়ান তুলে ধরা হয় এই দিন। সেই সাথে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এলাকা উন্নয়নে যে সকল কাজ করেছেন এখনো পর্যন্ত সে সকল কাজের খতিয়ান তুলে ধরা হয় । পাশাপাশি সাধারণ মানুষের যদি কোন ধরনের অভাব অভিযোগ থেকে থাকে সেগুলিও এদিন নেতৃত্বরা শুনেন এবং কথা দেন আগামী দিনে এই সকল বিষয় নিয়ে তার সমস্যা সমাধানের পথ খোঁজা হবে । এই দিনের জন সম্পর্ক অভিযানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো।

You may also like

Leave a Comment