কল্যাণপুর প্রতিনিধি:
আজ অর্থাৎ ২৩ শে জুন ২০২৩ ইং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ৭০ তম প্রয়াণ দিবস। বরাবরের মতো আজও এই দিনটি গোটা রাজ্যে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে প্রতিপালিত হচ্ছে। বিশেষ করে রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির ৭০ তম প্রয়াণ দিবসকে বলিদান দিবস হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন প্রকারের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে কল্যানপুর জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে নানান ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কল্যাণপুর মোটরস্ট্যান্ড অবস্থিত মন্ডল কার্যালয়ে। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মন্ডল সভাপতি জীবন দেবনাথ, মন্ডল নেতৃত্ব অসীম দেব রায়, বিজেপি নেতৃত্ব তাপস দেবরায় প্রমূখ। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ডল সভাপতি জীবন দেবনাথ দাবি করেছেন গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপির বর্তমান যে প্রসার রয়েছে তার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জী তথা জনসংঘের একটা বড় অবদান রয়েছে, শ্রী দেবনাথ আগামী দিনে সকলে যাতে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে জন সেবায় নিজেদের নিয়োজিত করেন সে আহ্বান রাখেন।
এদিন কল্যাণপুর প্রমোদনগর মন্ডল এর অন্তর্গত চেবরি, কল্যাণপুর, দক্ষিণ দুর্গাপুর ,পশ্চিম ঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলি, কমলনগর ইত্যাদি প্রায় সমস্ত এলাকাতে নিজ নিজ উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
কল্যাণপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির ৭০ তম বলিদান দিবস উদযাপন
169
previous post