Home » প্রতি বুথে জয় সুনিশ্চিত করার আহবান জানান মুখ্যমন্ত্রী

প্রতি বুথে জয় সুনিশ্চিত করার আহবান জানান মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে মাস ব্যাপি গৃহীত কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি। সোমবার চড়িলাম অটল বিহারি বাজপেয়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সভাকক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই স্কুলেই প্রদেশ কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকালে সাংবাদিক সম্মেলনে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখপাত্র সুব্রত চক্রবর্তী। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন এবারের কার্যকারিনী বৈঠক ভিন্ন আঙ্গিকে হয়েছে। কারণ কার্যকারিনী বৈঠকে মূলত সাংগঠনিক রাজনৈতিক প্রতিবেদন আলোচনা হয়। এবারের কার্যকারিনী বৈঠকের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ জনসম্পর্ক অভিযানের মাধ্যমে উন্নয়ন মূলক কর্মসূচী আমজনতার কাছে তুলে ধরা। তিনি বলেন ইতিমধ্যে বুথ সশক্তিকরণের কাজ চলছে। বুথ জয় করাই মূল লক্ষ। রাজ্যের তিন হাজারের অধিক বুথ জয়ের মাধ্যমে দুটি লোকসভা আসনে জয় সুনিশ্চিত করার সংকল্প নিয়ে আগামী এক মাস কাজ করবে বিজেপির কার্যকর্তারা। তিনি আরও বলেন বিগত নয় বছরে দেশের গরীব মানুষ তার মৌলিক অধিকার ভোগ করার সুযোগ পেয়েছে। ত্রিপুরা আজ সারা দেশের কাছে পরিচিতি পেয়েছে। ত্রিপুরায় হিরা মডেল বাস্তবায়ন হয়েছে। একটি জাতীয় সড়ক ছিল। আজ আটটি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। আন্তর্জাতিক বিমান বন্দর হয়েছে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে। ২২ টি বিমান প্রতিদিন ওঠানামা করছে। রেল যোগাযোগ ব্যাবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হয়েছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। তিনি বলেন ত্রিপুরা ডবল ইঞ্জিনের সুফল ভোগ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন কার্যকর্তাদের ঐক্যবদ্ধ লড়াই দ্বিতীয় বারের মতো বিজেপির সরকার হয়েছে। এবার কার্যকর্তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে চব্বিশে দুটি আসনে জয়লাভ করবে বিজেপি। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিনামূল্যে ঘর, বিনামূল্যে রেশন, বিনামূল্যে শৌচাগার, বিদ্যুৎ, গ্যাস, ফসল বিমা, স্বাস্থ্য বিমা ইত্যাদি প্রকল্পের সঠিক বাস্তবায়নের কারণে রাজ্যের গরীব মানুষ উপকৃত হয়েছে। এখন সরকারি সহায়তার জন্য মিছিল মিটিং করতে হয়না। চাঁদা দিতে হয়না। ভয়মুক্ত ত্রিপুরা হয়েছে। তাই বিগত নয় বছরের জনমুখী প্রকল্প গুলো আমজনতার কাছে নিয়ে যাবে কার্যকর্তারা। আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত বুথে বুথে কাজ করবে বিজেপির কার্যকর্তারা।

You may also like

Leave a Comment