
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিধানসভা ভোট হওয়ার কথা। কিন্তু কর্নাটক জয়ের পর উজ্জীবিত কংগ্রেস এখন থেকেই নেমে পড়েছে বিধানসভা ভোটের প্রস্তুতিতে। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি দলের তরফে নির্বাচনী প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেছেন। কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার অনুকরণ করে তাতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কংগ্রেসের ঘোষণা মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করলে প্রতিটি পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। প্রতিটি পরিবার ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবে বিনামূল্যে। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অর্ধেক করে দেওয়া হবে। ঘটনাচক্রে, সোমবারই মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, শিবরাজ তাঁর স্ত্রীর পাশে বসে রয়েছেন। আর কয়েক জন সহযোগীকে নিয়ে মাটির উনুন জ্বালিয়ে রান্না করছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।