Home » চন্ডীপুর বিধানসভায় যুবমোরচার বুথ সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ সংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

চন্ডীপুর বিধানসভায় যুবমোরচার বুথ সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ সংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি কৈলাসহর:-২০১৮ সালের বিধানসভা নির্বাচনের সময়ে যেভাবে যুব মোর্চার সদস্যরা ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য,সেই লক্ষ্যেই ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার সংগঠনকে আরো সক্রিয় এবং সতেজ করার জন্য মাঠে নেমেছেন প্রদেশ নেতৃত্ব।যুব শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়া খুব বেশি একটা কঠিন কাজ হবে না।সেই লক্ষ্য নিয়েই আজ চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার ৫৩ জন বুথ সভাপতি কে নিয়ে সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে।এই গুরুত্বপূর্ণ সংগঠনিক সভায় উপস্থিত ছিলেন যুবমোরচা প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ,চন্ডিপুর যুব মোর্চা মন্ডল সভাপতি তথা আজকের সংগঠনিক বৈঠকের আহ্বায়ক অমিও দাস,যুব মোর্চা জেলা সভাপতি অরূপ ধর,মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা ও রাজ্য কমিটির সদস্য রঞ্জন সিংহ এবং বিমল কর।সামান্য ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজয় স্বীকার করে নিতে হয়েছিল ২০১৮ সালে। যেখানে এ রাজ্যের বাম সরকারের একটানা কুড়ি বছরের মন্ত্রী এবং প্রার্থী তপন চক্রবর্তীকে নাকানি চুবানি খেতে হয়েছিল বিজেপির সাথে লড়াই করতে গিয়ে। বলা যায়,কানের পাশ দিয়ে গুলি লাগতে লাগতেও লাগেনি।কেননা যেখানে তপনবাবু প্রায় সাড়ে সাত হাজার ভোটে জয়ী হতেন কংগ্রেসকে হারিয়ে,সেই জায়গাতে ২০১৮ সালে মাত্র সাড়ে চারশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন নিকটতম বিজেপি প্রার্থীকে হারিয়ে।সেই সময় দলীয় সংগঠন যুব মোর্চাকে ভিত্তি করেই ছিল। অনুরুপভাবেই আগামী ২০২৩ এর নির্বাচনেও যুব মোর্চার কাঁধে সমস্ত দায়িত্ব সঁপে দিয়ে প্রদেশ নেতৃত্ব দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন।জানা গেছে আজকের এই সাংগঠনিক বৈঠক থেকে আওয়াজ উঠেছে আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে চন্ডিপুর বিধানসভা থেকে বিজেপি বিধায়ককে বিধানসভা পাঠানোর জন্য।

You may also like

Leave a Comment