127
নির্বাচন যত ঘনিয়ে আসছে দল বদলের পালাও সম তালে এগিয়ে যাচ্ছে।বিভিন্ন রাজনৈতিক দল প্রায় প্রতিদিনই যোগদান সভা,করে চলেছে। বুধবার তিপ্রামথার এক যোগদান সভা অনুষ্ঠিত হয় ২৭ কল্যানপুর বিধানসভা কেন্দ্রের রতিয়া সংলগ্ন তুইসারংচাক্কামি পাড়া এলাকায়। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেশ দেববর্মা, ই এম কমাল কলই, তিপ্রামথা দলের রাজ্য নেতৃত্ব মনিহার দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪২ পরিবারের ১৪২ ভোটার তিপ্রামথা দলে সামিল হয় বলে জানান উপস্থিত নেতৃত্বরা। দল ত্যাগীদের হাতে মথা দলের দলিয় পতাকা হাতে তুলে দিয়ে বরন করে নেয় নেতৃত্বর।