Home » আগামীকাল কমলারসাগরে রাজ্যের মুখ্যমন্ত্রী সফর প্রস্তুতি

আগামীকাল কমলারসাগরে রাজ্যের মুখ্যমন্ত্রী সফর প্রস্তুতি

by admin

রাজ্য সরকার ও বিশালগড় ব্লক প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা কমলাসাগর বিধানসভায় রাস্তারমাতা মার্কেট কমপ্লেক্স, মধুপুর প্রাথমিক হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা নবনির্মিত ভবন, কোনাবন পশ্চিম উচ্চ বিদ্যালয় গড়ে ওঠা সাইন্স ল্যাবরটি, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা হাত ধরে শুভদার উদ্ঘাটন হতে যাচ্ছে । কমলাসাগর বিধানসভা ব্লক প্রশাসনের উদ্যোগে বাজার কমপ্লেক্স, হসপিটাল, স্কুল সাইন্স লেবারিটি জনগণের স্বপ্নের তরী রাজ্য সরকারের প্রচেষ্টায় বাস্তবের রূপ ধারণ করতে আর কিছু সময় বাকি। রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে বাজার কমপ্লেক্স ও মধুপুর হাসপাতালে নবনির্বত ভবন উদ্বোধন সেরে কোনাবন স্কুল মাঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন। পরবর্তী সময়ে সকল প্রকার বেনিফিসারি দের সঙ্গে বার্তালাপ সেরে, প্রতিঘর সুশাসন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরবর্তী সময়ে রামকৃষ্ণ মঠে মধ্যঙ্গ ভোজন সেরে কমলাসাগর বিধানসভার ত্যাগ করবেন। বৃহস্পতিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রকার খতিয়ে দেখতে বিশালগড় এস ডি এম বিনয় ভূষন দাস ও ব্লক প্রশাসন এবং সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিজেপির একাধিক নেতৃত্ব গন উপস্থিত ছিলেন। তবে রাজ্য সরকার ও ব্লক প্রশাসনের প্রচেষ্টা রাজ্যের সাথে কমলাসাগর বিধানসভায় উন্নয়নের ছোঁয়ায় অলঙ্কিত করেছেন তা বলা বাহল্য।

You may also like

Leave a Comment