113
প্রতিনিধি কৈলাসহর:-ডায়নামিক বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে ফটিকরায় বিধানসভায় উন্নয়নের ধারা অব্যাহত।এমন কিছু কাজ যা একটানা দীর্ঘ বছরের সরকার করতে পারেনি শুধুমাত্র সদিচ্ছার অভাবে।আজ সেই কাজ গুলো অনায়াসে হয়ে যাচ্ছে শুধুমাত্র মানসিকতা পরিবর্তনের ফলে।
ফটিকরায় বিধানসভার অন্তর্গত পূর্ব রাতাছড়া গ্ৰাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে (কালাপানি পাড়া) দীর্ঘ ২৫ বছরের বঞ্চিত কাঁচা রাস্তাটি বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের প্রচেষ্টায় আরসিসি রাস্তায় রূপান্তরিত হচ্ছে।যারফলে খুশী প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা।