Home » বিধায়কের উপস্থিতিতে মাছমাড়ায় সাংগঠনিক সভা

বিধায়কের উপস্থিতিতে মাছমাড়ায় সাংগঠনিক সভা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত প্রতিটি বুথকে স্ব-শক্তিকরনের লক্ষ্যে নিরন্তর কাজ চলেছেন বিধায়ক ভগবান দাস। কর্মীদের সংগঠনমুখী করতে প্রতিনিয়ত সাংগঠনিক পর্ব জারী রয়েছে।ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মন্ডলের অন্তর্গত মাছমারা সেক্টরের কার্যকর্তাদের নিয়ে আজ এক দিবসীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মাছমারা টাউনহলে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা মন্ডল সভাপতি সন্তোষ ধর, সমাজসেবী রবীন্দ্র সিনহা, ও কার্তিক দাস এবং এম.ডি.সি স্বপ্না দাস সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment