30
- উদয়পুর প্রতিনিধি : রবিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ গোমতী ও উদয়পুর মহকুমার কমিটির উদ্যোগে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিএম এস এিপুরা রাজ্য কমিটির সভাপতি দেবশ্রী কলই,TRKS এিপুরা রাজ্য কমিটির সভাপতি পার্থ পাল, TRKS এিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস, অর্গানাইজিং কমিটির কনভেনার তপন মজুমদার প্রমূখ।
এই সম্মেলনের অর্গানাইজিং কমিটির কনভেনার তপন মজুমদার বলেন, ভারতীয় মজদুর সংঘ অন্যান্য শ্রমিক সংগঠন গুলোর মত নয় রাষ্ট্র এবং রাজ্যের কল্যাণই এই সংগঠনের মূল লক্ষ্য। তাই অতীত ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা নিয়ে সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধ ভাবে দেশ ও রাজ্যের জন্য কাজ করতে হবে। একই সাথে নিজেদের প্রাপ্য অধিকার নিয়েও কথা বলতে হবে।
পরবর্তী পর্যায়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ২য় ত্রৈ বাষির্ক সম্মেলনের গোমতী জেলা ৪৫ জনের কমিটি গঠিত হয়। এই কমিটির মধ্যে সভাপতি নারায়ণ চন্দ্র দাস, সম্পাদক দেবব্রত লোধ, কোষাধক্ষ্য অশোক বর্ধন। একই সাথে উদয়পুর মহকুমা ৪৫ জনের কমিটি গঠিত হয়। সভাপতি ধ্রুব রঞ্জন ধর, সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, কোষাধক্ষ্য রূপেশ লোধ ।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষ্যে লোক সমাগমের উপস্থিত ছিল বেশ লক্ষণীয়।