প্রতিনিধি , উদয়পুর :- দ্বি-চক্র মোটরযানের উদয়পুরে বাড়বারড়ন্ত । ডাবল হ্যামলেট না থাকার কারণে বিভিন্ন বাইক চালকদের করা হচ্ছে ট্রাফিক দপ্তর থেকে মোটা অংকের জরিমানা । অপরদিকে , বেড়ে চলেছে লাইসেন্সবিহীন একাংশ যুবকের উন্মুক্ত বাইকের দাপাদাপি । এর ফলে উদয়পুর ট্রাফিক দপ্তর থেকে রাজার বাগ , রমেশ চৌহমুনী , ব্রম্মাবাড়ী, থানা কর্নার সহ শহর লাগুয়া বিভিন্ন স্থানে সকাল থেকে রাত্রি পর্যন্ত করা হচ্ছে জরিমানা । কিন্তু তারপরেও হুশ ফেরছে না একাংশ জনগণের । মোটর ভেহিকেল আইনে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা । বাতিল করা হচ্ছে তিন মাসের জন্য দ্বিচক্র যান চলাচলের লাইসেন্স । ট্রাফিক দপ্তর থেকে আবেদন করা হচ্ছে যখন জরুরি কাজে বাড়ি থেকে বের হচ্ছে সাধারণ মানুষ নিজের মোটর সাইকেল নিয়ে । তখন অবশ্যই যেন হ্যামলেট পরিধান করা হয়। নাহলে দুর্ঘটনা গ্রস্থ হলে বাঁচার আশঙ্কা খুবই কম থেকে যাচ্ছে বলে জানান ট্রাফিক আধিকারিকরা। অপরদিকে প্রশ্ন উঠছে , উদয়পুর ব্রম্মাবাড়ী জাতীয় সড়কে লাগানো ট্রাফিক সিগন্যাল দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। সেখানে সাত সেকেন্ড সিগন্যাল দেওয়ার পর আবারও পুনরায় বন্ধ হয়ে যাচ্ছে । এর জন্য কেন ট্রাফিক দপ্তর থেকে তার সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না এনিয়ে প্রশ্ন তুলেছেন জনগণ । তাছাড়া উদয়পুরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পোস্টে কর্মী সল্পতার কারণে ট্রাফিক না থাকার ফলে যত্রতত্র পার্কিং করা হচ্ছে অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন । এর ফলে শহরে প্রবেশের মুখে সমস্যায় পড়তে হয় পথ চলতে জনগণের। সঠিক নিয়ম এবং যানবাহন নির্দিষ্ট স্থানে পার্কিং করার জন্য যেন জায়গা নির্ধারণ করা হয় সেই দাবী তুলেন উদয়পুরবাসীরা।
192
previous post