প্রতিনিধি , উদয়পুর :- রাজন্য আমলের মহাদেব দীঘিতে মাছের মড়ক । দুর্গন্ধ ছড়িয়েছে গোটা মহাদেব দিঘী জুড়ে । উদয়পুর শহর লাগুয়া এই দীঘিতে মাছের চাষ করা হচ্ছে দীর্ঘ বছর ধরে। কিন্তু পুকুর সংস্কার অথবা সঠিকভাবে পরিচর্যা করার অভাব থাকার ফলে এভাবে মাছের মড়ক শুরু হয়েছে গত সাত থেকে আট দিন ধরে । এর ফলে দিঘির পশ্চিম পাড় দিয়ে চলাচলকারী যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষের মধ্যে এই দুর্গন্ধের কারণে এক খারাপ পরিবেশের সৃষ্টি হয়েছে । কেন মাছের মড়ক শুরু হয়েছে উদয়পুর মহাদেব দিঘিতে এই নিয়ে মুখ খুলতে নারাজ মৎস্যজীবী সমবায় সমিতি । সূত্রের দাবি , আগামী কিছুদিন পরে মহাদেব দীঘিতে মাছ ধরার জন্য মৎস্য প্রেমীদের মধ্যে টিকিট দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে যেভাবে উদয়পুর মহাদেব দীঘিতে মাছের মড়ক শুরু হয়েছে তাতে করে কতটুকু লাভের মুখ দেখতে পারবে মৎস্য প্রেমীরা । এই নিয়ে উঠছে প্রশ্ন । যেভাবে গোটা মহাদেব দীঘিতে ভাসমান অবস্থায় রয়েছে প্লাস্টিকের বিভিন্ন বোতল ও জঙ্গলে পরিণত গোটা দীঘির চারদিক । কেন পুকুরকে সংস্কার করা হচ্ছে না ? তা নিয়ে কোন ধরনের হেলদুল নেই সমবায় সমিতির। এখন দেখার বিষয় যেভাবে মাছের মৃত্যু ঘটে চলেছে তাতে করে দূষিত হচ্ছে জল। গোটা দিঘির জলে ভাসমান অবস্থায় থাকা মৃত মাছকে কবে নাগাদ সরানো হয় পুকুরের জল থেকে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উদয়পুর মহাদিঘীর দায়িত্বে থাকা সমিতির কাছে ।
118