প্রতিনিধি কৈলাসহর:-লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি মন্ডল এর সাথে সাথে কৈলাসহরেও যোগদান পর্ব অব্যাহত রয়েছে।প্রতিদিন বামগ্রেস ছেড়ে শয়ে শয়ে লোক যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে।সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞ যে ধারায় চলছে তার প্রতি আকর্ষিত হয় বিরোধী সমর্থকরা শাসক শিবিরে ভিড়ছেন।তার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের আদর্শহীন মিতালী মেনে নিতে পারছেন না নিচু তলার সমর্থকরা।আজ বিকেলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে কৈলাসহর বিধানসভার শ্রীনাথপুরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় শ্রীনাথপুর পঞ্চায়েতের সিপিএম দলের দুজন পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী এবং সুফিয়া বেগমের নেতৃত্বে ১০৮ পরিবারের ২৬১ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন।এই যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়,সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া,ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশ্বর আলী,জেলা সম্পাদক অরুণ সাহা।উক্ত সভায় সভাপতিত্ব করেন কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত।
174