ধর্মনগর প্রতিনিধি আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে বাকপাসা মন্ডল কিষান মোর্চার আহবানে টঙ্গী বাড়িতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরন রায়, মোর্চা প্রদেশ সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস বিজেপি বাগপাশা মন্ডল সহ-সভাপতি প্রান্তুস সেন মন্ডল সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কনক নাথ ইকবাল আহমেদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা বাগপাসা মণ্ডল সভাপতি নিত্যানন্দ দাস মহাশয়। সভায় বক্তব্য রাখেন প্রান্তুষ সেন ইকবাল আহমেদ বিশ্বজিৎ কনক নাথ বীরেন্দ্র দাস প্রমূখ প্রধান অতিথির ভাষনে প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি মোদিজীর শাসনকালে ভারতের উন্নতির পরিসংখ্যান তুলে ধরেন তিনি বিশেষ করে কৃষক সমাজের যে সুযোগ সুবিধা হয়েছে তার বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন মোদিজীর শাসনকালে ভারতের 11.8 কোটি কৃষক বৎসরে 6000 টাকা হিসেবে সরাসরি সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত 2.8 লক্ষ কোটি টাকা কিষান সম্মান নিধি বাবদ পেয়েছেন আমাদের এই রাজ্যে গত 6 বছরে ডবল ইঞ্জিন সরকারের আমলে ত্রিপুরা 2 লক্ষ 49 হাজার 3 শত 39 জন কৃষক এখন পর্যন্ত 16 টি কিস্তির মাধ্যমে 684 কোটি 84 লক্ষ টাকা পেয়েছেন যা কংগ্রেস ও সিপিএমের শাসনকালে কৃষককে একটি পয়সাও দেওয়া হয়নি। ফসল বীমা যোজনা বাবদ ভারতের 48 কোটি কৃষক এখন পর্যন্ত 1.4 লক্ষ কোটি টাকা পেয়েছেন। ফসল বীমা যোজনায় ত্রিপুরার 1লক্ষ 13 হাজার 547 জন কৃষক ক্ষতিপূরণ বাবদ 9 কোটি 42 লক্ষ 75 হাজার টাকা পেয়েছেন। 2014 পূর্বে ভারতের কৃষি বাজেট ছিল 27,049 কোটি টাকা যা 2023-24 এ মোদি সরকারের আমলে বেড়ে হয়েছ 1,25,036কোটি টাকা। এখন পর্যন্ত বিজেপি সরকারের আমলে ত্রিপুরার1 লক্ষ 3323 জন কৃষকের নিকট হইতে সহায়ক মূল্যে 1 লক্ষ 92হাজার 50 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এ বাবদ আমাদের রাজ্যের কৃষক এর একাউন্টে সরাসরি 371 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তিনি সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষক গণের উদ্দেশ্য বলেন মোদিজীর শাসন কালে ভারতে একটি ও সাম্প্রদায়িক দাঙ্গার খবর নেই। তাই আসন্ন লোকসভা নির্বাচনে সবাই মোদিজির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অধিক মাত্রায় পদ্মচিহ্নে ছাপ দেবেন। সভায় সংখ্যালঘুদের উপস্থিত ছিল লক্ষণীয়।
122
previous post