Home » বাগমায় গ্রামীন এলাকায় জন সম্পর্ক অভিযান শুরু করল বিধায়ক রামপদ জমাতিয়া

বাগমায় গ্রামীন এলাকায় জন সম্পর্ক অভিযান শুরু করল বিধায়ক রামপদ জমাতিয়া

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

আগামী মাসের ১৯ শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । বিজেপির দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাগমা বিধানসভা কেন্দ্রের গর্জনমুড়া গ্রামীন এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে বের হয় বিধায়ক রামপদ জমাতিয়া । শুক্রবার সকাল থেকে গর্জনমুড়া এলাকার প্রতিটি বাড়িতে এই জন সম্পর্ক অভিযান করেন বিধায়ক । কথা বলেন যুবক শ্রেণী থেকে শুরু করে বাড়িতে থাকা বিভিন্ন গৃহবধূ ও বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের সাথে । রাজ্য সরকার গত পাঁচ বছর এবং বর্তমানে ক্ষমতায় আসার পর এক বছরে কি কি কাজ করা হয়েছে সকল বিষয়ে প্রচারের আলোতে নিয়ে যান তিনি । রাজ্য ও কেন্দ্রীয় সরকার থেকে যে সকল প্রকল্প গুলি দেওয়া হয়েছে সেই সকল বিষয় নিয়েও এদিন কথা বলেন বিধায়ক রামপদ জমাতিয়া । এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নতুন ভোটার থেকে শুরু করে বাড়ির অভিভাবক ভোটারদের সাথেও কথা বলেন তিনি। তৃতীয় বারের জন্য কেন্দ্রে এনডিএ সরকার যাতে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান সাধারণ ভোটারের কাছে বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া
। এই দিনের দলীয় প্রচারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গ্রামীণ এলাকার বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে।

You may also like

Leave a Comment