প্রতিনিধি, বিশালগড় , ২১ মার্চ।। রাজ্যের দু’টি আসনে রেকর্ড ভোটে জয়ের লক্ষ্যে কাজ শুরু করেছে বিজেপি। ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির সকল স্তরের কার্যকর্তা। মুখ্যমন্ত্রী সহ দলের নেতারা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। প্রতিটি ভোটারের কাছে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রণাম জানিয়ে আশীর্বাদ চাইছে কার্যকর্তারা।
বৃহস্পতিবার সকালে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা লক্ষ্মীছড়া গ্রামের ১০নং বুথ এবং যুগল কিশোরনগর এডিসি ভিলেজে ঘরে ঘরে নির্বাচনী প্রচারে করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ঘর ঘর প্রচার অভিযানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টি আই ডি সি চেয়ারম্যান নবাদল বণিক, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ মন্ডল স্তরের কার্যকর্তারা। মুখ্যমন্ত্রী যুগল কিশোর নগর এডিসি ভিলেজর জনজাতি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে উন্নয়ন মূলক প্রকল্পের খতিয়ান পত্র তুলে দিয়ে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কে জয়যুক্ত করার আহবান জানান মুখ্যমন্ত্রী । পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথাও শুনেন। কী কী সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে নাগরিকরা তা জানার চেষ্টা করেন।গ্রামের অধিকাংশ বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ হয়েছে। উল্লেখ্য জম্পুইজলা ব্লকে ৮ হাজার জনজাতি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। বিদ্যুৎ পানীয় জল শৌচাগার দেয়া হয়েছে। কোন রাজনীতির রঙ না দেখে সকলে কাছে পৌঁছে গিয়েছে সরকারি প্রকল্পের সুবিধা। ঘর ঘর প্রচার শেষে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। সবশেষে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃত্বদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছার পরামর্শ দেন । এছাড়া এদিন বিকালে গোলাঘাটি বিধানসভার সকল কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। গোপীনগর কমিউনিটি হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। মন্ডল কমিটির সকল কার্যকর্তা, শক্তি ইনচার্জ, বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন। মূলত নির্বাচনী প্রচারের রণকৌশল স্থির করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিদিন ঘরে ঘরে প্রচার, ছোট উঠোন সভা, পথসভা করা হবে।
যুগল কিশোর নগর এডিসি ভিলেজে মুখ্যমন্ত্রীর প্রচারাভিযান
96