Home » হেজামারায় ৪২০ জন ভোটার মথা,সিপিএম ছেড়ে আইপিএফটিতে

হেজামারায় ৪২০ জন ভোটার মথা,সিপিএম ছেড়ে আইপিএফটিতে

by admin

প্রতিনিধি মোহনপুর:- এক নং সিমনা বিধানসভা এলাকায় তিপ্রা মথা এবং সিপিআই(এম) এর ভোট ব্যাংকে হাত দিল আইপিএফটি। বৃহস্পতিবার হেজামারা কমিউনিটি হলে এক যোগদান সভাতে ৪২০ জন ভোটার যোগদান করলেন আইপিএফটি দলে। দলের পতাকা নবাগতদের হাতে তুলে দিয়ে বরণ করে নিলেন নেতৃত্বরা।
গত এডিসি নির্বাচনের আগে আইপিএফটি দল ছেড়ে তিপ্রামথা দলে যোগ দিয়েছিল বেশিরভাগ ভোটার। যার ফলস্বরূপ এই এলাকা থেকে এমডিসি এবং বিধায়ক নির্বাচিত হয়েছেন তিপ্রা মথা দলের। কিন্তু বর্তমানে পরিস্থিতির বদল হচ্ছে। বৃহস্পতিবার হেজামারা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে যোগদান সভা। এই যোগদান সভাতে সিপিআই(এম) এবং তিপ্রা মথা দল ছেড়ে ১১০ পরিবারের ৪২০ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেছেন। এদিন নবাগতরা যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে তিপ্রা মথা এবং সিপিআই(এম) দলের বিরুদ্ধে একরাশ ক্ষোব ব্যক্ত করলেন। অভিযোগ করলেন ভুল বুঝিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে ভোটারদের ধরে রাখার কৌশল নিয়েছিল এই দুই রাজনৈতিক দল। কিন্তু বর্তমানে উন্নয়নের ধারাতে সামিল হতে উনারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই দিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন আইপিএফটি দলের সহ-সভাপতি ধীরেন্দ্র দেববর্মা, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, সহ-সাধারণ সম্পাদক সুনীল দেববর্মা সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment