খোয়াইতে অটো এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন। তার মধ্যে জিবি হাসপাতলে রেফার ৯ জন। ঘটনা খোয়াই -তেলিয়ামুড়া সড়কের সোনাতলা এলাকায়। ভয়াভহ দুর্ঘটনা ঘটলো খোয়াই সোনাতলা এলাকায় পঞ্চায়েত কার্যালয়ের সামনে । ঘটনার বিবরণে জানা যায় যে আজ সকাল সাড়ে বারোটা নাগাদ সোনাতলা পঞ্চায়েত অফিসের সামনে একটি মালবাহী অটো এবং একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে একজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি ১০ জন গুরুতর আহত হয়। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে পথচলতি মানুষ ও আশে পাশের মানুষ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। দমকল বাহিনী কর্মীরা এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের পাশাপাশি স্থানীয় লোকজন বিভিন্ন গাড়ি করে গুরুতর আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। শেষে আহত রোগীদের অবস্থা আশঙ্কা জনক দেখে সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ৯ জন কে জিবি হাসপাতালে রেফার করে দেন। তার মধ্যে মালবাহী গাড়ির চারজন যাত্রীর অবস্থা আশঙ্কা জনক। তরঙ্গী দেববর্মা (৩২) নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান বলে জানা যায়। অন্যদিকে আরেকজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এত বড় দুর্ঘটনার খবর পেয়ে খোয়াই এর বিভিন্ন জায়গা থেকে লোক এসে হাসপাতালে ভিড় করতে দেখা যায়। কিছুদিন পরপরই খোয়াইতে বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ট্রাফিক পুলিশের সেই রকম নজরদারি লক্ষ্য করা যায়না। তারা সব সময় বাইকের এলমেট, কাগজপত্র চেকিং নিয়ে ব্যস্ত থাকে। এদিকে অটো গাড়িতে ৬ থেকে ৭ জন যাত্রী নিয়ে অটোগুলি যাতায়াত করছে। সেই দিকে পুলিশ প্রশাসনের নজরদারি নেই বললেই চলে । আজ এই অটো গাড়িতে পাঁচ থেকে সাত জন যাত্রী রয়েছে বলে জানা যায়। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে যান দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ কি ভূমিকা গ্রহণ করে।
132