প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই।। ২০২৩ সালে তথাকথিত লালদুর্গ ধনপুরে পদ্মফুল ফুটেছিলো। কংগ্রেসের হাত ধরেও দুর্গ রক্ষা করতে পারেনি বামেরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রতিমা ভৌমিক। পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে। স্বাভাবিক কারণে আসনটি শূন্য হয়ে যায়। তাই ধনপুরে উপনির্বাচন শুধু সময়ের অপেক্ষা। এছাড়া বস্কনগর কেন্দ্রের বাম কংগ্রেস জোটের বিধায়ক প্রয়াত হয়েছেন। তাই এই কেন্দ্রে হবে উপনির্বাচন। এই দু’টি আসনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি। এমনিতেই লোকসভা নির্বাচনের কাজ শুরু করেছে বিজেপি। এরমধ্যে দু’টি আসনে হবে নির্বাচন। তাই ধনপুর এবং বস্কনগরে বিজয় সুনিশ্চিত করার জন্য সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে শাসক দল বিজেপি। শনিবার ধনপুর এবং বস্কনগরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ধনপুর মন্ডলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মাছিমা কমিউনিটি হলে। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ তথা বিধায়ক সম্পাদক কিশোর বর্মন, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, প্রদেশ সম্পাদক জসিম উদ্দিন, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, মন্ডল সভাপতি বিন্দু দেবনাথ। মন্ডলের সকল মোর্চার সভাপতি শক্তি ইনচার্জ বুথ সভাপতি জনপ্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন। মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করে ধনপুরে বিজেপির পতাকা উড্ডীয়মান রাখতে সকল কার্যকর্তাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এছাড়া এদিন বস্কনগর মন্ডলে অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মোটরস্ট্যান্ডে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, কিশোর বর্মন, সম্পাদক জসিম উদ্দিন, সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি শাহআলম মিয়া, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সহসভাপতি তফাজ্জল হোসেন , মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার প্রমুখ। আঠারো এবং তেইশে বিজেপির সরকার প্রতিষ্ঠা হলেও বস্কনগর ছিল বামেদের দখলে। তাই প্রথমবারের মতো বস্কনগরে পদ্মফুল ফোটাতে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির কার্যকর্তারা। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কার্যকর্তাদের বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গত নয় বছরে দেশের সকল অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। দলবাজি সজন পোষন দুর্নীতি নেই। অতি সহজে সরকারি প্রকল্প গুলো পৌঁছে যাচ্ছে জনতার কাছে। এগুলোর সঠিক বাস্তবায়ন করার পাশাপাশি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করার কথা বলেন তিনি।
127
previous post