Home » ‘আপনার সাহসকে কুর্নিশ জানাই’! সিবিআই সমন পাওয়া সত্যপালের পাশে দাঁড়ালেন কেজরীওয়াল

‘আপনার সাহসকে কুর্নিশ জানাই’! সিবিআই সমন পাওয়া সত্যপালের পাশে দাঁড়ালেন কেজরীওয়াল

by admin

পুলওয়ামাকাণ্ড নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করার পরেই সিবিআই নোটিস পেয়েছেন তিনি। মোদী জমানায় জম্মু ও কাশ্মীর-সহ একাধিক রাজ্যের রাজ্যপালের পদে থাকা সেই সত্যপাল মালিকের সমর্থনে এ বার সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরীওয়াল।শুক্রবার কেজরী বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল দেশ জোড়া এই ভয়ের বাতাবরণে নজিরবিহীন সাহস দেখিয়েছেন। দেশ তাঁর পাশে আছে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘যারা সিবিআইয়ের পিছনে লুকিয়ে রয়েছে, তারা আসলে কাপুরুষ। ওরা অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত, বিশ্বাসঘাতক। ওরা আপনার সঙ্গে মোকাবিলা করতে পারবে না। আপনি এগিয়ে যান।’’

মোদী জমানায় জম্মু-কাশ্মীর-সহ চারটি রাজ্যের রাজ্যপালের পদে থাকা বিজেপি নেতা সত্যপাল সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ তুলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে পুলওয়ামায় সিআরপি-র কনভয়ে জঙ্গি হানায় ৪০ জন জওয়ানের মৃত্যুর পরে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। কারণ, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি, নিরাপত্তায় ফাঁক থাকার ফলেই কনভয়ে হামলা হয়েছে। কিন্তু সত্যপালের দাবি, প্রধানমন্ত্রী তাঁকে বলেছিলেন, এটা অন্য বিষয়। সত্যপাল যেন মুখ বন্ধ থাকেন।

ওই সাক্ষাৎকারেই সত্যপাল আভাস দিয়েছিলেন, পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুকে রাজনৈতিক ভাবে কাজে লাগানো হয়ে থাকতে পারে। ঘটনাচক্রে, গত লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভোটারদের উদ্দেশে বলেছিলেন, ‘‘প্রথম বারের ভোটারদের বলছি, আপনাদের প্রথম ভোট পুলওয়ামায় যে সব বীর শহিদ হয়েছেন, তাঁদের নামে সমর্পিত হতে পারে!’’

You may also like

Leave a Comment