প্রতিনিধি, বিশালগড় , ২২ জানুয়ারি।।
বিশালগড় মহকুমায় কর্মরত ১২ জন সাংবাদিককে প্রাথমিক সদস্যপদ প্রদান করেছে বিশালগড় প্রেস ক্লাব। রবিবার দুপুরে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের বরণ করেন প্রেস ক্লাব কতৃপক্ষ। প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সহসভাপতি সমীর ভৌমিক, সম্পাদক তাজুল ইসলাম, সহসম্পাদক খোকন ঘোষ, কার্যকরী কমিটির সদস্য হারাধন দেবনাথ, অজয় পাল সহ সাধারণ সদস্যরা। প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন আজকের দিনটি ঐতিহাসিক এবং আনন্দের। সকল সাংবাদিকদের রাষ্ট্র সমাজ এবং নাগরিকদের স্বার্থে কলম ধরতে হবে। নিজেদের পেশাগত মানোন্নয়নে মনোযোগী হতে হবে। প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে। সম্পাদক তাজুল ইসলাম বলেন এখন বত্রিশ জন সদস্য হয়েছে। সবাই মিলেমিশে কাজ করতে হবে। এমন কোন কাজ করবোনা যাতে নিজের এবং ক্লাবের মর্যাদা ক্ষুন্ন করে। সকল নতুন সদস্যদের পুষ্পস্তবক এবং কলম উপহার হাতে তুলে দিয়ে বরণ করেন ক্লাবের পুরনো সদস্যরা। শেষে সবাই একই সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করেন।
বিশালগড় প্রেস ক্লাবে নবীন বরণ
91
previous post