প্রতিনিধি, বিশালগড় , ২২ জানুয়ারি।।
জম্পুইজলার বৃদ্ধিবাজারে বেআইনি লগ বোঝাই গাড়ি আটক করে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে বৃদ্ধি বাজার এলাকায় যৌথ বাহিনী ফ্লেগ মার্চ করে। এমন সময় বেআইনি লগ বোঝাই গাড়ি আটকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গভীর রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল চলাকালীন সন্দেহজনক গাড়িটিকে থামানোর চেষ্টা করে সিআরপিএফ জওয়ানরা। অবস্থা বেগতিক দেখে লগ বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। বিশালগড় মহকুমা বন আধিকারিক পল্লব চক্রবর্তীকে খবর দেয় পুলিশ। রাতেই চড়িলাম রেঞ্জ ও বিশালগড় রেঞ্জের ফরেস্ট কর্মীরা ঘটনা স্থলে ছুটে যান । জম্পুইজলার বৃদ্ধির বাজার থেকে লগ বোঝাই চারটি গাড়ি বাজেয়াপ্ত করে চড়িলাম রেঞ্জ অফিসে নিয়ে যান বন আধিকারিক এবং কর্মীরা। জানা যায়, আটককৃত চারটি গাড়ি তৈদু থেকে অম্পি হয়ে চম্পকনগরে নিয়ে যাচ্ছিল। এই সড়কটিকে দীর্ঘদিন ধরে পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে বনদস্যুরা। বিশালগড় এসডিএফও পল্লব চক্রবর্তী জানান বেআইনি ভাবে চেড়াই কাঠ,চেড়াই কাঠ মেসিন এমনকি জেনেরেটর সবই বাজেয়াপ্ত করা হবে। গাড়ির মালিক সহ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ।
যৌথ বাহিনীর হাতে আটক বেআইনি লগ বোঝাই গাড়ি
104
previous post