আগরতলা: সংসদে ভারতের সংবিধানের স্থপতি ড. বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বক্তব্যের জেরে ত্রিপুরার রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার প্রতিক্রিয়া জানিয়ে কড়া সমালোচনা করেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন যে, “অমিত শাহ আম্বেদকরের আদর্শ এবং সংবিধান রক্ষার মূল চেতনার বিপরীতে কাজ করছেন। সংবিধানের যে সাম্য ও ন্যায়ের বার্তা আম্বেদকর দিয়েছিলেন, তা আজকের সরকার পদে পদে উপেক্ষা করছে।” তিনি আরও বলেন, “আম্বেদকরের নাম মুখে আনা সহজ, কিন্তু তার দর্শন ও আদর্শকে বাস্তবে অনুসরণ করা কঠিন। বর্তমান শাসক দল আম্বেদকরের আদর্শকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।” চৌধুরী উল্লেখ করেন যে, সংবিধানকে রক্ষা করা এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা প্রতিটি রাজনীতিবিদের নৈতিক দায়িত্ব। তবে তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে সাম্প্রদায়িকতা এবং বিভাজনের যে রাজনীতি চলছে, তা আম্বেদকরের স্বপ্নের ভারতকে ধ্বংস করছে। বিরোধী দলনেতার মন্তব্যের পর এই প্রসঙ্গে শাসক দল বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহল মনে করছে, আম্বেদকর নিয়ে এই বিতর্ক আসন্ন রাজনৈতিক ময়দানে বিশেষ গুরুত্ব পেতে পারে।
আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহের বক্তব্য: প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী
15