Home » দশদা পোস্ট অফিসে গ্রাহক পরিষেবা ব্যাহত,ক্ষোভ তুঙ্গে।

দশদা পোস্ট অফিসে গ্রাহক পরিষেবা ব্যাহত,ক্ষোভ তুঙ্গে।

by admin

ধর্মনগর প্রতিনিধি। কাঞ্চনপুর মহকুমার দশদা পোস্ট অফিসে গ্রাহক পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। আজ সকাল ১১ টায় তা দিয়ে যে মহিলা পোস্টমাস্টার দায়িত্ব পালন করছেন তিনি চলে যান। উনার বক্তব্য হচ্ছে ৩-৪ দিন যাবত এই পোস্ট অফিসের মেশিন নষ্ট থাকায় কোন ধরনের টাকা জমা হচ্ছে না। এদিকে আজকে মাসের বাইশ তারিখ অর্থাৎ টাকা জমা দেওয়ার শেষ সপ্তাহ চলে আসায় এজেন্টরা এর তীব্র প্রতিবাদ জানায়। মহিলা পোস্টমাস্টার জানান যে এই মেশিন নষ্ট অবস্থায় টাকা জমা নিয়ে জমা দেওয়া যাচ্ছে না। তার থেকে জমা না নিলে ভালো বলে তিনি উল্লেখ করেন। এদিকে এজেন্টরা টাকা জমা দিতে না পারায় কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ টাকার ক্ষতিপূরণ হচ্ছে বলে জানানো হয় এজেন্টদের পক্ষ থেকে। স্মল সেভিংস এ টাকা রাখার জন্য কেন্দ্রীয় সরকারের নানা রকম বিজ্ঞাপন বের হয়েছে এবং তা কেন্দ্রীয় সরকারের একটি রোজগারের বিশাল বড় মাধ্যম হিসেবে বিবেচিত হয়। এই টাকা যদি জমা না হয় তাহলে অর্থনৈতিক পঙ্গুতা পরিলক্ষিত হবে বলে সাধারণ মানুষের অভিমত। মহিলা পোস্টমাস্টার নাকি উত্তর জেলার এসপি অফিসে জানিয়ে দিয়েছেন যে মেশিন নষ্ট হয়ে গেছে মেশিন ঠিক না করলে সঠিক জমা এবং তোলা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের এই দশদা পোস্ট অফিস থেকে কয়েক কোটি টাকা জমাকৃত হয় বলে অর্থনৈতিক পঙ্গুতা পরিলক্ষিত হবে বলে মানুষ আশা করছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই মেশিন সঠিক করে জমাকৃত টাকা যাতে সঠিক অ্যাকাউন্টে সঠিক সময়ে জমা হয় তার ব্যবস্থা করে নেওয়া একান্ত জরুরী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

You may also like

Leave a Comment