Home ত্রিপুরা মহকুমা শাসকের নিকট অভিযোগ

মহকুমা শাসকের নিকট অভিযোগ

by admin
0 comment 70 views

প্রতিনিধি কৈলাসহর:-চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ছনতৈল মুসলিম পল্লী ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা বুধবার দুপুরে কৈলাসহর মহকুমা শাসকের অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে।উনারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,গত ২৭শে এপ্রিল গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে ওদের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।সাথে সাথেই প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।এতে তারা খুশি নন। তাদের অভিযোগ এত ক্ষতি হওয়ার পরও উনাদেরকে পঁচিশ শতাংশ আর্থিক সাহায্য করেছে কৈলাসহর মহকুমা প্রশাসন।পাশাপাশি ওই এলাকায় যাদের কোন ক্ষতি হয় নাই তাদেরকে নাকি ১০০ শতাংশ আর্থিক সাহায্য করেছে মহকুমা প্রশাসন।সে ক্ষেত্রে কতটা সত্যতা রয়েছে সেটা তদন্ত করলেই বোঝা যাবে।তাই ওদের দাবি কৈলাসহর মহকুমা প্রশাসন যাতে উক্ত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।এলাকাবাসীরা উক্ত বিষয় নিয়ে বুধবার দুপুরে কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানায়।

Related Post

Leave a Comment