প্রতিনিধি , উদয়পুর :-১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে । ত্রিপুরার একটি আসনে ভোট শেষ হতে না হতেই আগামী ২৬ শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা ভোট । তার আগেই দলীয়ভাবে শাসক দল বিজেপি প্রচারে কোন অংশেই খামতি রাখতে নারাজ । পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত ও তিপ্রা মথা, আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে রবিবার দুপুরে ৪২ অমরপুর বিধানসভার ২১ নং বুথে দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে এক জন সম্পর্ক অভিযান করেন ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় । এদিন বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেন জেলা সভাপতি । জন সম্পর্ক অভিযানে চলার পথে ছোট ছোট আকারে সভা করে নেন তিনি । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি বলেন , ২০২৩ সালের পর হিংসা মুক্ত নির্বাচন করে আরেকটি ইতিহাস তৈরি করেছে ত্রিপুরা । কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায় সেটা এই সরকার করে দেখিয়েছে । কমিউনিস্ট – কংগ্রেসের কুশাসন রাজনৈতিক হিংসা এবং নির্বাচনোওর সন্ত্রাস থেকে মুক্ত হয়ে এখন ডাবল ইঞ্জিন সরকারের বিকাশের দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরাবাসী । এর ফলে উন্নত হচ্ছে জনজাতিদের জীবনমান । সুশাসনের এ ধারাকে অব্যাহত রাখতে মোদি সরকারের একমাত্র ভরসা । লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অমরপুরে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়ে বললেন অভিষেক । এদিন দিনভর প্রচার করেন দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে। যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে শুরু করে নেতৃত্ব প্রচার শুরু করেছে পূর্ব ত্রিপুরা আসনের জন্য তাতে করে বিরোধীরা অনেকটাই পিছিয়ে পড়েছে শাসকের কাছ থেকে । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।
97