Home » বিশালগড়ে বিজেপির ডোর টু ডোর প্রচারে বিধায়ক

বিশালগড়ে বিজেপির ডোর টু ডোর প্রচারে বিধায়ক

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২১ মার্চ।। গত বিধানসভা নির্বাচনের তুলনায় লোকসভা নির্বাচনে বিশালগড়ে জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির কার্যকর্তারা। প্রতিটি ভোটারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে ভোট চাইবে কার্যকর্তারা৷ লক্ষ্য পূরণ করতে বিশালগড়ে ডোর টু ডোর প্রচার শুরু হয়েছে । বৃহস্পতিবার বিশালগড় বিধানসভার ৩৩ নম্বর বুথে ডোর টু ডোর প্রচারের সূচনা করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে প্রণাম জানান। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেয়ার আবেদন জানান। ডোর টু ডোর প্রচার কার্যক্রমে প্রচুর সংখ্যক স্থানীয় কার্যকর্তা অংশ নেন। প্রথমে মুড়াবাড়ি রেল ব্রিজ সংলগ্ন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে প্রচারের কাজ শুরু করেন বিধায়ক সুশান্ত দেব । আঠারো নির্বাচনের আগে এই অফিস ভেঙে তছনছ করে দিয়েছিল সিপিএমের গুন্ডা বাহিনী। আজ সেখানে সিপিএমের ঝান্ডা ধরার লোক নেই। বিধায়ক সুশান্ত দেব জানান সাধারণ মানুষের দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাবে জনতা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প কেউ নেই। দেশের সুরক্ষা শান্তি উন্নতির জন্য বিজেপিকে ভোট দেবে জনতা। তিনি জানান প্রতি বুথে ডোর টু ডোর প্রচার হবে। কার্যকর্তারা বেরিয়ে পড়েছে। গত বিধানসভা নির্বাচনের তুলনায় আরও অনেক ভোট লোকসভা নির্বাচনে পাবে বিজেপি। বিশালগড়ে রেকর্ড ভোটে বিজেপি জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।

You may also like

Leave a Comment