Home » গাঁজা বাগান ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ

গাঁজা বাগান ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৯ ডিসেম্বর।। গাঁজা বিরোধী অভিযান জারি রেখেছে বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে গাঁজা বাগান হানা দিয়ে ধ্বংস করে প্রচুর গাঁজা গাছ । গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে থানার পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ থানার অন্যান্য পুলিশ, মহিলা টিএসআর, বিএসএফ, যৌথভাবে চেলিখলা এডিসি ভিলেজ এলাকার আড়ালিয়া বাড়ি এলাকায় ৩১ একর খাস জমিতে গড়ে ওঠা ৩১ টি নতুন গাঁজা বাগানে অভিযান চালিয়ে আনুমানিক ৬৭,০০০ টি গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। গাঁজা গাছ কেটে বাগানেই আগুনে পুড়িয়ে ধ্বংস করে পুলিশ । বিশালগড় থানার ওসি তাপস দাস জানান খাস জমি দখল করে গাঁজা চাষ করেছে। সবগুলি বাগানেই অভিযান হবে। এদিন পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় গাঁজা চাষীরা। বাগানেই রান্না করে খাওয়া দাওয়া করে ওরা।

You may also like

Leave a Comment