ধর্মনগর প্রতিনিধি।
চোরের দল তাদের চুরি কর্মের সীমা প্রসারিত করতে করতে এখন মন্দির কেউ তারা বাদ দিচ্ছে না। হিন্দু ধর্মের দুর্বলতাকে আঘাত দিয়ে চোরের দল তাদের দৌরাত্ব কায়েম করে চলেছে। বুধবার ভোর রাতে যেভাবে চোরের দল ধর্মনগরের প্রাণকেন্দ্র বাজারে অবস্থিত হরি মন্দিরের বীভৎস চুরির ঘটনা ঘটালো তা নিয়ে ধর্মনগরের ধর্মপ্রাণ হিন্দুরা বিচলিত হয়ে পড়েছে। দুইটি রুপোর মুকুট একটি সোনার বাঁশি অনুষ্ঠানের জন্য রাখা ১০ হাজার টাকা প্রমাণের টাকা এবং পূজোর কাজে ব্যবহৃত বাসনপত্র নিয়ে যায় চোরের দল। মন্দিরের পেছনের গেট ভেঙ্গে চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি চুরি সুবিধার্থে সিসিটিভি ক্যামেরার লাইন পর্যন্ত বিচ্যুত করে দিয়েছে চোরের দল। মন্দিরের পূজারী অমর চক্রবর্তীর মেয়ে কল্পনা চক্রবর্তী জানায় সকালে সাতটার দিকে যখন তার বাবা ঘুম থেকে উঠে তখন পূজারী অমর চক্রবর্তী এর ঘর বাইরে থেকে বন্ধ ছিল। তখন পূজারী ঘরের পেছন দিক থেকে বের হয়ে এসে দেখেন পূজার ঘর তালাভাঙ্গা এবং সব লুটতরাজ হয়ে গেছে। সকালে ধর্মঘর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ভোররাত ৩ঃ০০ টার থেকে চারটার মধ্যে এই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে বলে ধর্মনগর থানার পুলিশের অভিমত। এলাকা পরিদর্শনে এসে তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান এই ঘটনা খুবই দুর্ভাগ্যের। প্রয়োজনে ডগ স্কোয়াড ব্যবহার করে তদন্তের কাজ ত্বরান্বিত করা হবে বলে তিনি জানান। এই ধরনের ঘটনায় ধর্মনগরের ধর্মপ্রাণ নাগরিকরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে।
96
previous post