প্রতিনিধি, বিশালগড়, ২০ আগস্ট ।। আঠারোর পর তেইশেও আইয়া পরতাছি গ্যাঙ বিভ্রান্ত করেছিলো বস্কনগরবাসীকে। অপপ্রচারের বিভ্রান্ত হয়েছিল সেখানকার জনতা। এবার উপনির্বাচনে সব হিসাব নিকেশ চুকিয়ে বস্কনগরকে বামমুক্ত করার শপথ নিচ্ছে সেখানকার জনতা। আঠারোর যুব থেকে শুরু করে আশির বৃদ্ধ সবাই ঝাপিয়ে পড়েছে ময়দানে। উন্নয়নের মূল ধারায় এসে বস্কনগরের সার্বিক বিকাশের দায়িত্ব বিজেপির হাতে তুলে দেওয়ার সংকল্প নিয়ে কাজ শুরু হয়েছে। নির্বাচনী প্রচারে বহুযোজন এগিয়ে গিয়েছে বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেন। বিজেপির জনজোয়ারে খড়কুটোর মতো ভেসে যাওয়ার উপক্রম হয়েছে বিরোধী জোটের। হালে পানি পাবেনা টের পেয়ে রীতিমতো ময়দান ছেড়ে পালিয়েছে বাম কংগ্রেস প্রার্থী। এদিকে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। লেগেছে দল বদলের হিড়িক। রবিবার বক্সনগর কলসীমুড়া নতুন মোটর স্যান্ডের হলঘরে সোস্যাল মিডিয়া টিমকে নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন প্রার্থী তফাজ্জল হোসেন, প্রদেশ আই টি ইনচার্জ চন্দন দেবনাথ, প্রদেশ সোস্যাল মিডিয়া ইনচার্জ অরিদম দেব, জেলা ইনচার্জ উওম কর্মকার সহ অন্যনারা।
প্রচারের অঙ্গ হিসাবে বক্সনগর বাজারে মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পাটি প্রদেশ সংখ্যালয়ঘু মোর্চার সভাপতি শাহআলম মজুমদার, ভারতীয় জনতা পাটি বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, কৃষাণ মোর্চার সভাপতি আব্দুল হক সহ অন্যনারা।
বক্সনগর বিধানসভার ১-১২টি শক্তি কেন্দ্রে এক যোগে সভা অনুষ্ঠিত হয়। রবিবার সভা গুলোতে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাধারণ সম্পাদীকা পাপিয়া দও, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ প্রদেশের বিভিন্ন মোর্চার নেতৃত্বরা। মধ্য বস্কনগরে শতাধিক সিপিএম সমর্থক বিজেপিতে যোগ দেন। কমলনগরে সভা করেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিধানসভার সর্বত্র উঠোন সভায় জোর দেয়া হয়েছে। বস্কনগরকে বামমুক্ত করার অঙ্গীকার করছে সবাই। প্রায় ত্রিশ বছরের বামের অপশাসনের জাতাঁকলে পিষ্ট বস্কনগর উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়েছিলো। এবার ডাবল ইঞ্জিনের সুফল বস্কনগরে পৌঁছে দিতে আগামী পাঁচ সেপ্টেম্বরের অপেক্ষা করছে জাতি জনজাতি হিন্দু মুসলমান সকল অংশের জনতা।
গেরুয়া ঝড়ে বামমুক্ত হতে যাচ্ছে বস্কনগর
143
previous post