Home » জনসংযোগ কর্মসূচিতে উওর শালগড়ায় ব্যাপক সাড়া শাসক দলে

জনসংযোগ কর্মসূচিতে উওর শালগড়ায় ব্যাপক সাড়া শাসক দলে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেবা , সুশাসন এবং গরিব কল্যাণে সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে সম্পর্ক থেকে সমর্থন । এই কর্মসূচির অঙ্গ হিসেবে উওর শালগড়া ৪ নং বুথে জনসংযোগ কর্মসূচি সংগঠিত করে ৩৩ কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার । এদিন সম্পর্ক থেকে সমর্থন কর্মসূচিতে বের হয়ে সাধারণ মানুষের কথা বলতে গিয়ে বিধায়ক জীতেন্দ্র মজুমদার বলেন , ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার গত নয় বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদিকে যেমন জনসমর্থন বিপুলভাবে পেয়েছেন সেইভাবে দুই হাত ভরে কাজ করেছেন কেন্দ্রীয় সরকার । তিনি বলেন , প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে ১২ কোটি কৃষককে বার্ষিক ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে ।‌ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অধীনে ৩৭.৫ কোটি কৃষকের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে । কিষান ক্রেডিট কার্ডের অধীনে ৪ কোটি কৃষক পেয়েছে ৪.৭ লক্ষ কোটি টাকা ঋণ । তিনি আরো বলেন নারী তুমি নারায়নী তাই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা হয়েছে ভারতবর্ষে। । প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ২৭.৬ কোটি মহিলা সুবিধাভোগী ঋণ পেয়েছেন । প্রধানমন্ত্রী মাতৃবৃন্দনা যোজনার অধীনে ৩.০৩ কোটি নারীকে সহায়তা প্রদান করা হয়েছে । ২৬ সপ্তাহের সমবেতন মাতৃকালীন ছুটি দেওয়া হয়েছে ।‌ সে সাথে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা ১০.৭ কোটি পরিবার স্বাস্থ্য বিভাগ সুবিধা পাচ্ছেন এবং ৪.৫ কোটি মানুষ বিনামূল্যে সুবিধা লাভ করছেন ।‌ বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অধীনে ২২০ কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে । একই সাথে ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বের এক নম্বরে পরিণত হয়েছে । উত্তর শালগড়া ৪ নং বুথে ভোটারদের প্রতিটি বাড়িতে জনসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছে বিধায়ক জিতেন্দ্র মজুমদার । এদিন স্থানীয় বিধায়কের সাথে ছিলেন এই দুই এলাকার স্থানীয় নেতৃত্বরা ।

You may also like

Leave a Comment