Home » খোয়াই পৌরপরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন

খোয়াই পৌরপরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন

by admin

খোয়াই শহরকে স্বচ্ছ ও আধুনিকীকরণ করার লক্ষ্যে পরিকল্পনামাফিক কাজ করে চলেছে খোয়াই পৌর পরিষদ। ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকে খোয়াই পৌর এলাকার নাগরিকদের সুখ-স্বাচ্ছন্দ প্রবৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজেপি পরিচালিত এই পৌর পরিষদ। বুধবার খোয়াই পৌরপরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং আগামী দিনের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন খোয়াই পৌর পরিষদের পৌর পিতা দেবাশীষ নাথ শর্মা। এইদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নিবাস সাহা, অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক হেমন্ত ধর এবং খোয়াই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার গণ। সাংবাদিক সম্মেলনে খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা বলেন ২০১৮ সালের পর খোয়াই পৌরপরিষদের দায়িত্বভার গ্রহণ করার মধ্য দিয়ে এখন অব্দি যেসব উন্নয়নমূলক কাজ খোয়াই পৌর এলাকায় ত্বরান্বিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো পূর্ব শিঙি ছড়ায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বজ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের। পৌর পরিষদের ৫ নং ওয়ার্ড এ ১৬ লক্ষ টাকা ব্যয়ে কভার ড্রেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ৪৩ লক্ষ ৮৫ হাজার ৬২২ টাকা ব্যয়ে বিভিন্ন ওয়ার্ডে নির্মাণ করা হয়েছে ২৮ টি টয়লেট ব্লক। ৭ নং ওয়ার্ডে ১২ লক্ষ ২৯ হাজার ৯৪৬ টাকা ব্যয় করে দশমি ঘাট এবং বনকর এলাকায় জলের উৎস তৈরি করা হয়েছে। ২ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয় করে খোয়াই- রাধানগর স্টেন্ডে টিকেট কাউন্টার তৈরি করার কাজ চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৯৮৫ টি পরিবারকে গৃহ নির্মাণের বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে আশি শতাংশ গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জলের উৎস তৈরি করার জন্য সাত ৭ লক্ষ এিশ হাজার ৯২৭ টাকা ব্যয় করা হয়েছে। এই দিন সাংবাদিক সম্মেলনে উন্নয়নমূলক কাজের পাশাপাশি আগামী দিনে পৌর এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের ইতি বৃত্তান্ত তুলে ধরেন পৌরপরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা। তিনি বলেন আধুনিকীকরণ করার লক্ষ্যে খোয়াই শহরকে সিসি ক্যামেরার আন্ডারে নিয়ে আসা হচ্ছে। শহরকে যানজট মুক্ত করার জন্য আধুনিক ট্রাফিক ব্যবস্থার সিস্টেম চালু করার প্রস্তাব প্রদান করা হয়েছে। খোয়াই শহরে ফুটপাত তৈরি করা এবং রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণের মাধ্যমে জল নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা রয়েছে খোয়াই পুরো পরিষদের। খোয়াই শহরে সবজি বাজার এবং মৎস বাজার পুনঃ নির্মাণে ১৪ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয বরাদ্দ ধরা হয়েছে। সবশেষে সাংবাদিক সম্মেলনে খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সংবাদমাধ্যমে খোয়াই পৌর পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আগামী দিনের শহর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরার আহ্বান জানান।

You may also like

Leave a Comment